বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মার্চে ৩৫২ নারী ও কন্যাশিশু নির্যাতনের রিপোর্ট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ এএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৪৫ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গত মার্চ মাসে ১৫৩ জন কন্যাশিশু নির্যাতন এবং ১৯৯ জন নারী নির্যাতনের ঘটনাসহ মোট ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত দৈনিক পত্রিকা থেকে এ পরিসংখ্যান মিলেছে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যমতে মার্চ মাসে মোট ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।
ধর্ষণের শিকার হয়েছে ১০৯ জন তন্মধ্যে ৭০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার। এদের মধ্যে ৬২ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৫ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যা এবং ২ জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৪ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৭ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন। এছাড়া, এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৬ জন তন্মধ্যে ৪ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন। ১০ জন শিশুসহ অপহরণের ঘটনার শিকার মোট ১৬ জন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২০ জন, তন্মধ্যে ৯ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৭ জন শিশুসহ মোট ৩৩ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ৮ জন শিশুসহ ১৫ জন। ১২ জন শিশুসহ ৪৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৫টি। সাইবার অপরাধের শিকার ৪ জন শিশুসহ ৭ জন, বলা হয়েছে রিপোর্টে।