করোনায় ব্যারিস্টার তানভীর পারভেজের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৩৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল ৭টায় বাড্ডার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, করোনা একের পর এক কেড়ে নিচ্ছে আমাদের বহু আইনজীবীকে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদুস কাজল জানান, ‘আমি জানতাম টিংকু অসুস্থ ছিল। কাল থেকেই অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। তবুও আশা ছিল, সে ফিরে আসবে। দুর্ভাগ্যজনকভাবে, আজ টিংকুর আত্মার শান্তি কামনা করতে হচ্ছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এবং বাদ আছর শহীদবাগ জামে মসজিদে (রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।