এবার পদত্যাগের ঘোষণা দিলেন কোম্পানীগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৫৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন গোলাম ছারওয়ার। তার এ পদত্যাগের ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের দু গ্রুপের বিবদমান পাল্টাপাল্টি হামলা-মামলা নিয়ে নতুন করে চলছে নানা আলোচনা সমালোচনা। তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। ঠিক সময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করব।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গোলাম ছারওয়ার বলেন, আমি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আর রাজনীতি করব না। আজ শনিবার তিনি সবার সঙ্গে আলাপ করে তার পদত্যাগপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দেবেন বলেও জানান। এর আগে গত ৩১ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন। কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন। এই পদে তিনি আর থাকবেন না বলে জানিয়েছেন।