বিশুদ্ধ পানির তীব্র সংকটে কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৫২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়া শহর ও গ্রামাঞ্চলের বেশীর ভাগ এলাকায় দেখা গিয়েছে বিশুদ্ধ পানির এক চরম সংকট। গ্রাম বা শহরের প্রায় অধিকাংশ জায়গার টিউবওয়েল থেকে পাওয়া যাচ্ছে না পরিমান মত পানি।
এ ছাড়াও অনেকের টিউবওয়েলে পানির পাম্প দিয়ে পানি তোলা হলেও এখন বেশীর ভাগ পানির পাম্পে পানি উঠছেনা। এতে ঘন ঘন পানির পাম্প নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন শহর ও বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা।
পানির লেয়ার ভূ-গর্ভের তলদেশ থেকে অনেক নিচে নেমে যাওযায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আগামী ৫/৭ দিনের মধ্যে বৃষ্টি না হলে সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে ধারণা করা হচ্ছে।