ভোলায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ২ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০৭ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলার সদর থানায় ১ কেজি গাঁজা সহ মোঃ জামাল উদ্দিন(৫০) নামেন এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ৩ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জামাল উদ্দিন ভোলা সদর মডেল থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ৩ নং ওয়ার্ডের মৃত মোঃ ইউছুফ পন্ডিতের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) শংকর কুমার ঘোষ, এস আই (নিঃ) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১ কেজি গাঁজা সহ আটক করেন।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।