কুষ্টিয়ায় উচ্ছেদ হয়ে খোলা আকাশের নিচে থাকা মানুষের পাশে মানবাধিকার কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ায় উচ্ছেদ হয়ে খোলা আকাশের নিচে থাকা মানুষের সাথে দেখা করতে আসেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় তারা রান্না করা খাবার নিয়ে হাজির হন উচ্ছেদ হওয়া অসহায় মানুষের কাছে এবং এক সাথেই সবাই খাবার খান। অবশ্য আগেই তাদের জানানো হয়েছিল রাতের খাবার খাওয়ানো হবে।
এ সময় মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, হাজার কষ্টের মধ্যেও একটুখানি খাবার অসহায় মানুষ গুলোর মুখে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে তাদের। আরো ভালো লাগবে তখন যখন তোমাদের নিরাপদ মাথা গোঁজার একটা ঠাঁই করে দিতে পারবো। এব্যাপারে নেতৃবৃন্দ সকলের দোয়া ও সহযোগিতা চান।
এ সময়য় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, ভয়েস অফ কুষ্টিয়া সম্পাদক মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, সদর উপজেলা শাখার সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, বন্ধু রাসেল পারভেজ ও নাম প্রকাশে অনিচ্ছুক আরো বেশ ক'জন ।
নেতৃবৃন্দ বলেন সকলে এগিয়ে আসুন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের তালতলা বস্তির অসহায় পরিবারগুলোর পাশে। যারা এক ক্ষমতাধর ব্যক্তির কু-নজরে পড়ে সর্বস্ব হারিয়ে আজ ৯ দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।