ডিম ভাজা’ না পেয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের সালথায় খাবারের সঙ্গে দুটি ডিম ভেজে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মামুন শেখ (২২) নামের এক যুবক ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মৃতের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। মামুন শেখ উপজেলার মাঠ সালথা গ্রামের ছলিম শেখের ছেলে।
এলাকাবাসি জানান, মঙ্গলবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রুমাল পেঁচানো অবস্থায় মামুনকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করতেন মামুন। দুপুরে খাবারের সঙ্গে দুটি ডিম ভাজা খেতে চেয়েছিল মায়ের কাছে। একটি ডিম ভেজে দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় রুমাল পেঁচিয়ে আত্মহত্যা করেন। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সুব্রত গোলদার বলেন, মামুন শেখের আত্মহত্যা পরিবারের এবং গ্রামের কারও কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।