জামালপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৬ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জামালপুরে রান্না ঘরে পেট্রোলের ড্রাম বিস্ফোরনে আগুনে পুড়ে নিহত গৃহবধু সানজিদা আক্তার শিপ্রার স্বামী একই দুর্ঘটনায় দগ্ধ ইকরামুল হক শুভ্র (৩৩) মারা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২১ মার্চ রবিবার পৌর এলাকার রশিদপুর গ্রামে গ্যাসের চুলায় রান্না করার সময় পাশের পেট্রোল ভর্তি ড্রাম বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের স্বজনরা জানান, গত রবিবারের আগ্নিকান্ডের ঘটনায় রশিদপুর গ্রামের মো. বেলাল হোসেনের একমাত্র ছেলে আগুনে পুড়ে নিহত সানজিদা আক্তার শিপ্রার স্বামী ইকরামুল হক শুভ্রও মারাত্বকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঘটনার তিন দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকরামুল হক শুভ্রর। রাতেই তার স্বজনরা মৃতদেহ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়, আজ বুধাবার (২৪ মার্চ) সকালে তারা বাড়ি পৌছান। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রী সানজিদা আক্তার শিপ্রার কবরের পাশেই ইকরামুল হক শুভ্রকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত রবিবার ২১ মার্চ রান্না করার সময় পাশে রাখা পেট্রোলের ড্রাম বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় সানজিদা আক্তার শিপ্রা ও মারাত্মক দগ্ধ হয় তার স্বামী ইকরামুল হক শুভ্র। তবে দাদার বাড়িতে অবস্থান করায় রক্ষা পায় তাদের ৫ বছর বয়সী একমাত্র শিশু কন্যা সোয়াইফা। জামালপুর পৌরসভার রশিদপুর বাজারে দোকান ভাড়া নিয়ে খোলা বাজারে ডিজেল-পেট্রোলের ব্যবসা করতেন ইকরামুল। দোকানের কাছেই স্থানীয় মোজাম্মেল হোসেনের একটি টিনের ঘর ভাড়া নিয়ে স্ত্রী সানজিদা ও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি।