ডুমুরিয়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ এএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:০২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
খুলনার ডুমুরিয়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে প্রশাসন। গত ২দিনে ডুমুরিয়া উপজেলা সদর ও বানিজ্যিক কেন্দ্র চুকনগরে সাধারণ মানুষকে সচেতন করাসহ মাস্ক না পরার অপরাধে ৯জনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে সোমবার ডুমুরিয়া সদরে ২ব্যক্তির নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়।
আজ মঙ্গলবার উপজেলার বানিজ্যিক কেন্দ্র চুকনগরে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইন/২০১৮) এবং দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এই অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ। ডুমুরিয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।