দলের সকলের ঐক্যই পৌর নির্বাচনে আমাদের বিজয় আনবে -এমপি সিরাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ এএম, ২৫ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ০১:৫২ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দলের সকলের ঐক্যই পৌর নির্বাচনে আমাদের বিজয় আনবে। বিএনপি আগের চেয়ে এখন অনেক শক্তিশালী। দলের স্বার্থে নেতাকর্মীরা এখন ওইক্যবদ্ধ। আসন্ন পৌরসভা নির্বাচনে মান অভিমান ভুলে সবাই ওইক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় হবেই। কোন শক্তি আমাদের দমাতে পারবে না এটা অমরা দেখিয়ে দিতে চাই।
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির আয়োজিত জেলা, শহর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়, মামলা-হামলা দিয়ে আর যাই হোক ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশের শান্তিকামী মানুষকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার অধিকার আদায়সহ জালিম সরকারের পতন ঘটানোর জন্যই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। অবৈধ ক্ষমতার মোহ ফ্যাসিবাদী সরকারকে অন্ধ করে দিয়েছে। তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে। এই সরকারের উন্নয়ন হলো- খুন, গুম, হত্যা ও ধর্ষণের উন্নয়ন। আসন্ন পৌরসভা নির্বাচনে আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ সেটি আমরা প্রতিষ্ঠিত করব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল, ডাঃ মামুনুর রশীদ মিটু, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার। আরো বক্তব্য রাখেন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান শামিম, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিঠুন, জেলা কৃষকদলের আহ্বায়ক আকরাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, মৎস্যজীবী দলের আহবায়ক মইনুল হক বকুলসহ বগুড়া শহর বিএনপির ২১ টি ওয়ার্ডে বিএনপির আহবায়ক ও আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে ২১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য বাখেন।