ফরিদপুর নগরকান্দায় ১০ চাকার বালুভর্তি ট্রাক নিয়ে নদে ব্রেইলি সেতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২০ পিএম, ২০ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০১:০৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফরিদপুর-মুকসুদপুর সড়কে নগরকান্দা উপজেলা শহরের প্রবেশ মুখে নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদী এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি বালু ভর্তি ১০ চাকার ট্রাক সেতুতে উঠায় সেতু ভেঙ্গে যায়। এর ফলে ফরিদপুরের সাথে নগরকান্দার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে শত শত মানুষ।
ঘটনার প্রত্যক্ষদর্শী নগরকান্দা উপজেলা শহরের বাসিন্দা মিজান বাবু (৪৫) জানান, সকাল সাড়ে ৬টার দিকে বালু বোঝাই একটি ১০ চাকার বড় ট্রাক ফরিদপুরের দিক থেকে এসে সেতুর জুঙ্গুুরদী মহল্লার অংশে উঠার পরেই বিকট শব্দে সেতু ভেঙ্গে যায়, ট্রাকটি উল্টে যায়। এর পর উপজেলা শহরের সাথে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ নৌকা যোগে নদী পার হচ্ছে।
এলাকাবাসী জানায়, ৫ টন ওজন বহনের সক্ষমতা নিয়ে ৮০’র দশকের শেষের দিকে নির্মিত বেইলি ব্রিজটি অনেক আগেই জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এলাকাবাসী সেখানে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি ফরিদপুরের সড়ক ও যোগাযোগ বিভাগ বেইলি ব্রিজের কিছু স্লিপার মেরামত কাজ করে। ৫ টন ওজনের স্থলে ৭ টন ওজন বহনের অনুমতি সম্বলিত একটি নোটিশ টাঙিয়ে দেয়।
নগরকান্দা দমকল বাহিনীর লিয়াকত হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি যে সেতু দিয়ে সাত টনের বেশি কোন যান বাহন চলাচল করার কথা নয়, সেই সেতু দিয়ে ১০ চাকার বালু ভর্তি অন্তত ৩৫ টন ওজনের একটি ট্রাক পার হতে গিয়ে এ বিপর্যয় ঘটিয়েছে। ট্রাকটি মাগুরা থেকে গোপালগঞ্জের মুসকুদপুর যাচ্ছিল।
এ ঘটনায় ওই ট্রাকের চালক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর গ্রামের রুস্তম আলীর ছেলে টুটুল (৪৫) আহত হন। তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরীয়ার রুমি বলেন, ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুপ প্রস্থ বিশিষ্ট ওই সেতুর ১০০ ফিট অংশ বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, আজ শনিবার থেকেই কাজ শুরু করেছে সড়ক বিভাগ। বর্তমানে ট্রাকটি অপসারণের কাজ চলছে। ট্রাকটি অপসারণ করার পর বোঝা যাবে কি পরিমান ক্ষতি হয়েছে। তবে আপাতত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে বিকল্প সড়ক ব্যবহার করতে। তবে কতদিনে ওই সেতুটি চালু করা সম্ভব হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।