কাপাসিয়ার ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ পিএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় নদীতে গোসল করতে গিয়ে কামরুল হাসান (১৩) নামে বাসের এক কিশোরহেলপার পানিতে ডুবে মারা গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সীমান্তবর্তী টোক ইউনিয়ন পরিষদের সামনে ব্রহ্মপুত্র নদে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত কামরুল হাসান কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর এলাকার আপেল মিয়ার পুত্র। সে পেশায় একজন বাসের হেলপার। সে তার সহকর্মী বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানিতে তলিয়ে যায়। বহু চেষ্টা করেও তৎক্ষনাত তার সন্ধান মেলেনি।
একসাথে গোসল করতে আসা অপর হেলপার সোহাগ বলেন, আমরা এক সাথে গোসল করতে আসি। দুই ড্রাইভার সাঁতরিয়ে নদীর ওপারে চলে যান। কামরুল তাদের দেখাদেখি ওপারে গিয়ে আসার পথে মাঝখানে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে টিম লিডার আবুল হোসেনের নেতৃত্বে বিকেল সোয়া পাঁচটার দিকে ২০ ফুট পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।