কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ পিএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:০৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বড়ই খেতে গিয়ে অবৈধ সেচ পাম্পের সংযোগে বিদ্যুতায়িত হয়ে দিনমজুর মমিনুলের পূত্র আল আমিন (১২) ও দিনমজুর আজিদুলের পূত্র আলিমুল হক (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বালাটারী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
শিশু দুটির নানা ছকি উদ্দিন জানান, প্রতিবেশী আবু বক্কর তার ইরিধান চাষাবাদে অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ কাজ করছিল। এসময় শিশু দুটি বড়ই পেরে ওই জমির আইল দিয়ে হেঁটে আসার সময় মাটিতে পরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে। আহতের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফজিলাতুন নেছা শিশু দুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। আপন মামাতো-ফুফাত দুই ভাই বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ১ম শ্রেণিতে পড়ত। তাদের অকাল মৃত্যুতে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ছকি উদ্দিন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় জানানো হয়েছে। ঘটনাটি খুবেই দুঃখজনক।
কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।