স্বেচ্ছাসেবক দলের উপজেলা, পৌর ও ৩০টি ওয়ার্ড কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩২ এএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৫২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম এবং সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথসভায় সর্বসম্মতিক্রমে সিরাজগঞ্জ জেলার ৪টি ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬টি ইউনিট এবং বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলার সভাপতি এসএম আনোয়ার হোসেন রাজেশ এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়েস, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল, বরিশাল মহানগরের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু তাদের নিজ নিজ জেলার ইউনিট কমিটিসমূহ অনুমোদন করেন।
আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১. উল্লাপাড়া উপজেলা : আহ্বায়ক : মো. আবু হাসান অভি, সদস্যসচিব মো. আলামিন, যুগ্ম আহ্বায়ক ১. মো. আরিফুল ইসলাম আরিফ, ২. মো. এরশাদ আলী, ৩. মো. শুকুর আলী, ৪. মো. নাজিম উদ্দিন সরকার, ৫. মো. মারুফ আহমেদ, ৬. মো. বেলাল হোসেন, ৭. মো. আরিফুল ইসলাম আকন্দ, ৮. মো. জাহাঙ্গীর আলম, ৯. মো. জুয়েল সরকারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. উল্লাপাড়া পৌর : আহ্বায়ক : মো. আল ইমরান খান, সদস্যসচিব : মো. আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ১. কে এম মোস্তফা কামাল মিঠু, ২. মো. শাকিল আহমেদ, ৩. মো. আলম ইসলাম, ৪. মো. মামুন রেজা, ৫. মো. ওমর ফারুক রনি, ৬. মো. শওকত আলী, ৭. মো. রানা, ৮. মো. আশরাফ ইসলাম, ৯. মো. হযরত আলীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩. রায়গঞ্জ উপজেলা : আহবায়ক : মো. মোকাদ্দেস হোসেন সোহান, সদস্যসচিব : মো. এহিয়া আকন্দ হিরা, যুগ্ম আহবায়ক ১. মো. ইসকেন্দার মির্জা জুয়েল, ২. মো. আবুল বাশার, ৩. আব্দুর রহমান শেখ, ৪. মো. রেজাউল করিম হিরা, ৫. মো. আশরাফুল আলম, ৬. মো. মনির হোসেন মাসেক, ৭. মো. রাসেল মিয়া, ৮. মো. শিবলু খন্দকার, ৯. মো. মোখলেছুর রহমানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৪. রায়গঞ্জ পৌর : আহ্বায়ক : মো. তৈয়ব আলী আকন্দ, সদস্যসচিব মো. মোক্তাকিন সরকার, যুগ্ম আহ্বায়ক ১. মো. আবু হানিফ সরকার, ২. মো. মেহেদী হাসান সোহেল, ৩. মো. নাসির উদ্দিন বিল্লু, ৪. মো. সবুজ সরকার, ৫. মো. রুবেল সরকার, ৬. মো. আব্দুর রহমান আরিফ, ৭. মো. সুমন সরকার, ৮. আজাদ শেখ, ৯. মো. রফিকুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ :
১. চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা : আহ্বায়ক : মো. হাসিবুল ইসলাম হাদি, সদস্যসচিব : মো. মেজর ডালিম, যুগ্ম আহ্বায়ক ১. মো. শাহাজাহান আলী সাজু, ২. মো. আব্দুল কাদের ৩. মো. আলমগীর আলম চিশতী, ৪. মো. আলমগীর আলম (এম আলম), ৫. মো. আলমগীর, ৬. তানভীর হাসান তামিম, ৭. মো. ফারুক হোসেন, ৮. এম হোসেন, ৯. মো. সোহেল রানাসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. চাঁপাইনবাবগঞ্জ পৌর : আহবায়ক : মো. আজিজুল হক, সদস্যসচিব : মো. মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক ১. শাহীন আক্তার, ২. মো. আওয়াল আলী, ৩. মো. আনোয়ারুল শাহ টুলু, ৪. মো. মুকুল আলী, ৫. মো. আনাম আলী, ৬. মো. ইকবাল হোসেন শাহীন, ৭. মো. আব্দুল্লাহ আল মামুন, ৮. মো. হারুন-অর-রশিদসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩. নাচোল উপজেলা : আহ্বায়ক : মো. হামিদুর রহমান মুকুল, সদস্যসচিব : মো. আরিফ আলী, যুগ্ম আহ্বায়ক ১. মো. বাবুল আক্তার, ২. মো. আমানুল্লাহ, ৩. মো. আব্দুল কাইয়ুম, ৪. মো. ওবায়দুর রহমান, ৫. মো. কাওছার আলী, ৬. মো. আলাউদ্দিন, ৭. মো. আব্দুর রহিম, ৮. মো. আক্তার হোসেন সেলিম, ৯. মো. নাসরুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৪. নাচোল পৌর : আহ্বায়ক : মো. সরোয়ার জাহান প্রিন্স, সদস্যসচিব : মো. জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক ১. মো. শহিদুল ইসলাম, ২. মো. রবিউল ইসলাম, ৩. আ. রহিম, ৪. মো. জাহিদুল ইসলাম, ৫. মো. কবির উদ্দিন, ৬. মো. সরোয়ার সুমন, ৭. মো. সাদ্দাম হোসেন, ৮. মো. সেলিম রেজা, ৯. মো. ওমর ফারুকসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৫. শিবগঞ্জ পৌর : আহ্বায়ক : মো. কেতাবুল আলম, সদস্যসচিব : মো. আব্দুর রহমান বিশ^াস (খোকা), যুগ্ম আহ্বায়ক ১. মো. আব্দুল বারী, ২. মো. এমদাদুল হক, ৩. মো. রানা আলী, ৪. মো. সাদ্দাম হোসেনসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৬. ভোলাহাট উপজেলা : আহ্বায়ক : মো. আব্দুস সামাদ, সদস্যসচিব : মো. আসাদুল হক, যুগ্ম আহ্বায়ক ১. মো. তোহর আহমেদ দুলাল, ২. মো. মোক্তার আহমেদ, ৩. মো. খোদাবক্স, ৪. মো. হাসনাত আলী, ৫. মো. রবিউল ইসলাম, ৬. মো. মুশফিকুল ইসলাম সোহাগ, ৭. মো. রকিবুল ইসলাম (রকি), ৮. মো. মোশারফ হোসেন নয়ন, ৯. মো. মিরুজ্জামান মিরুসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
বরিশাল মহানগরের অনুমোদিত ওয়ার্ড ইউনিট সমূহ :
১. ওয়ার্ড নং ০১ : আহ্বায়ক : মো. জলিল শিকদার, সদস্যসচিব : মো. লিটন ফকিরসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. ওয়ার্ড নং ০২ : আহ্বায়ক : মো. সাইদ খান জামাল, সদস্যসচিব : মো. ইয়ামান ইসলাম (রিদয়) সহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩. ওয়ার্ড নং ০৩ : আহ্বায়ক : শাহীন সরদার শাহীদ, সদস্যসচিব : মো. মনির হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৪. ওয়ার্ড নং ০৪ : আহ্বায়ক : আনোয়ার হোসেন, সদস্যসচিব : মো. দ্বীন ইসলামসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৫. ওয়ার্ড নং ০৫ : আহ্বায়ক : মো. আপন চৌধুরী বাবু, সদস্যসচিব : মো. পারভেজ খানসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৬. ওয়ার্ড নং ০৬ : আহ্বায়ক : মো. কামাল হোসেন, সদস্যসচিব : মো. আব্দুস সোবাহান হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৭. ওয়ার্ড নং ০৭ : আহ্বায়ক : মনিরুল ইসলাম, সদস্যসচিব : মো. মনজুর আলম (কচি) সহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৮. ওয়ার্ড নং ০৮ : আহ্বায়ক : মো. জাকির রাজা, সদস্যসচিব : মো. কাইউম হোসেন বাবুসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি।
৯. ওয়ার্ড নং ০৯ : আহ্বায়ক : মো. সৈয়দ সুরুজ, সদস্যসচিব : মো. মামুন খাঁনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
১০. ওয়ার্ড নং ১০ : আহ্বায়ক : মো. মামুন বেপারী, সদস্যসচিব : মো. বেল্লাল হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১১. ওয়ার্ড নং ১১ : আহ্বায়ক : মো. সাইদুল ইসলাম, সদস্যসচিব : মো. মিরাজ তালুকদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১২. ওয়ার্ড নং ১২ : আহ্বায়ক : মো. নাসির উদ্দীন দুরানী (সবুজ), সদস্যসচিব : মো. বাবুল খানসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৩. ওয়ার্ড নং ১৩ : আহ্বায়ক : মো. রিয়াজ সিকদার, সদস্যসচিব : মো. মীর আশিক আহম্মেদ শাহীনসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৪. ওয়ার্ড নং ১৪ : আহ্বায়ক : মো. মামুন আনসারী, সদস্যসচিব : মো. নজরুলসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৫. ওয়ার্ড নং ১৫ : আহ্বায়ক : মো. নাইমুল ইসলাম রাসেল, সদস্যসচিব : মো. মনোয়ার হোসেন নয়নসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৬. ওয়ার্ড নং ১৬ : আহ্বায়ক : মো. সুমন হাওলাদার, সদস্যসচিব : মো. সুমন খানসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৭. ওয়ার্ড নং ১৭ : আহ্বায়ক : আব্দুর রহিম, সদস্যসচিব : মো. পারভেজ হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৮. ওয়ার্ড নং ১৮ : আহ্বায়ক : মোহাম্মদ জিয়াউল হক মাসুম, সদস্যসচিব : মোহাম্মদ সুমন হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৯. ওয়ার্ড নং ১৯ : আহ্বায়ক : মো. বজলুর রহমান, সদস্যসচিব : মো. মোস্তাফিজুর রহমান রিপনসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি।
২০. ওয়ার্ড নং ২০ : আহ্বায়ক : মো. মঞ্জুরুল কবির পলাশ, সদস্যসচিব : মো. মাইনুল হোসেনসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি।
২১. ওয়ার্ড নং ২১ : আহ্বায়ক : হাবীবুর রহমান সান, সদস্যসচিব : মো. রাকিব সিকদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২২. ওয়ার্ড নং ২২ : আহ্বায়ক : মো. কাজী গোলাম নবী (শিমু), সদস্যসচিব : মো. আমিনুল ইসলাম সুজনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৩. ওয়ার্ড নং ২৩ : আহ্বায়ক : তাসকিন চৌধুরী শিমুল, সদস্যসচিব : আহাদুল ইসলাম তাজসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৪. ওয়ার্ড নং ২৪ : আহ্বায়ক : মাসুম হাওলাদার, সদস্যসচিব : মো. অনিক আহম্মেদ বাপ্পাসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৫. ওয়ার্ড নং ২৫ : আহ্বায়ক : মো. মিলন মৃধা, সদস্যসচিব : মো. শাকিল খাঁনসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৬. ওয়ার্ড নং ২৬ : আহ্বায়ক : মো. সাইদুল ইসলাম, সদস্যসচিব : মো. লিটন হাওলাদারসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৭. ওয়ার্ড নং ২৭ : আহবায়ক : শাহীদুল ইসলাম শাহীন, সদস্যসচিব : মো. কামরুল হাছান আবুলসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৮. ওয়ার্ড নং ২৮ : আহ্বায়ক : মো. মুসা হোসেন রনি শেখ, সদস্যসচিব : সাইফুল ইসলাম শিবলিসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
২৯. ওয়ার্ড নং ২৯ : আহ্বায়ক : শুরুজ সিকদার (কালু), সদস্যসচিব : সমীর চন্দ্র দাস (চঞ্চল) সহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩০. ওয়ার্ড নং ৩০ : আহ্বায়ক : মো. জসিম উদ্দিন, সদস্যসচিব : আল আমিন হোসেন মিন্টুসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ ইউনিট কমিটি করার নির্দেশ দেয়া হলো।