আমতলীতে একই জায়গায় আওয়ামীলীগের দুই প্রার্থীর সভা, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৩৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থী একই জায়গায় সভা আহ্বান করেছে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ সোমবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ এপ্রিল উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগ গত ৬ মার্চ তৃণমূলে সভার আহ্বান করে। ওই সভায় বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম ৪৬ ভোট পেয়ে প্রথম হন। কিন্তু তিনি দলীয় নীতি নির্ধারনী সভায় মনোনয়ন বঞ্চিত হন। এ ঘটনায় সোমবার বিকেলে ইউনিয়নের গোজখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমর্থকদের নিতে মতবিনিময় সভার আহ্বান করেন তিনি। এ নিয়ে রোববার বিকেলে এলাকায় চেয়ারম্যানের নামে মাইকিং করা হয়।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, এ দিকে সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলামকে সংবর্ধনা দেয়ার জন্য ইউনিয়ন যুবলীগ ও তার সমর্থকরা একই জায়গায় সভার আহ্বান করেন। পরে মনিরুলের সমর্থকরা সকাল থেকে ওই জায়গাটি দখলের জন্য স্কুল মাঠে অবস্থান নেয়। এ দিকে একই জায়গায় দু’পক্ষের সভার বিষয়টি অবগত হন আমতলী উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের ২০০ গজ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেন। ঘোষণা করেন ১৪৪ ধারা। ওই নিষেধাজ্ঞা সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা যায়।
এ ব্যাপারে গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: কামাল হোসেন মৃধা বলেন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সোমবার বিকেল ৩টায় গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ সংবর্ধনা ও সভার আয়োজন করে। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে আমরা অন্য জায়গায় এ সভা করবো।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ‘আমি নৌকার মনোনয়ন পাওয়ায় আমাকে সংবর্ধনা দেয়ার জন্য ইউনিয়ন যুবলীগ গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রস্তুতি সভার আয়োজন করেছে। একই জায়গায় বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম পাল্টা সভার আয়োজন করেছেন। এ বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে। প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমার সভা স্থগিত করেছি।
বর্তমান চেয়ারম্যান ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেল ৩টায় গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমার কর্মী-সমর্থকরা একটি মতবিনিময় সভার আহ্বান করেছে। সভাটি সফল করতে রোববার বিকেলে মাইকিং করা হয়। আমার এ মাইকিং শুনে সভা পন্ড করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি ইউনিয়ন যুবলীগের নামে এক সংবর্ধনা ও সভার আয়োজন করেছে। যা অত্যন্ত দুঃখজনক। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমি ওই স্থানের সভা স্থগিত করেছি।’
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, গুলিশাখালী ইউনিয়নের গোজখালী স্কুল মাঠে দুই প্রার্থী সভা আহ্বান করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। তিনি ওই স্থানে উভয় পক্ষের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, দুই প্রার্থী একই জায়গায় সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও তার আশপাশের ২০০ গজের সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।