

ধামরাইয়ে দলিল লেখকের জমি দখল করল যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪৮ এএম, ২০ সেপ্টেম্বর,
বুধবার,২০২৩

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসী কায়দায় লাঠিয়াল বাহিনী দিয়ে দলিল লেখকের কৃষি জমি জবর দখল করে এক যুবলীগ নেতা।
আজ সোমবার সকাল ৮ টার দিকে ধামরাই উপজেলা সানোড়া গ্রামে দলিল লেখক শরীফুল ইসলামের পৈত্রিক কৃষি জমি ৪৩ শতাংশ জোর পুর্বক দখল করে সানোড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আলতাফ হোসেন (সামাদ) সহ তার লাঠিয়াল বাহিনী সফুরউদ্দিন, নাজিমুদ্দিন, কাজিমুদ্দিন ।
এ সময় শরিফুল বাধাঁ প্রদান করলে ঐ লাঠিয়াল বাহিনী তার বাধাঁ উপেক্ষা করে জমি দখর করে। অবশেষে বাধ্য হয়ে শরীফুল ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন। যুবলীগ নেতা সন্ত্রাসী কায়দায় জমি দখলের ব্যাপারে দৈনিক দিনকাল এর প্রতিবেদককে স্থানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহাম্মেদ মুঠোফোনে জানান, এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ না করে আপনারা থানায় যোগাযোগ করুন।
যুবলীগ নেতা আলতাফ হোসেন সামাদ এলাকায় তার লাঠিয়েল বাহিনী দিয়ে জমি জবর দখল গ্রাম্য শালিসের নামে চাঁদাবাজী, ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। যেন দেখার কেউ নেই চলছে সামাদের রাম রাজত্ব কায়েম। এলাকাবাসীর দাবী অবিলম্বে জবর দখলকারী সন্ত্রাসী যুবলীগ নেতা সামাদকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের উদ্বর্তন ককতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ।