ভালুকায় ক্ষীরু নদী পুর্বাবস্থায় পেতে র্যালী, মানববন্ধন ও স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৯ পিএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫৮ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় আর্ন্তজাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে শিল্পের বর্জ্য ও দুষন রোধসহ দখল বন্ধ করা এবং খননের করে নাব্যতা বৃদ্ধি করে প্রমত্তা ক্ষীরু নদীকে পুর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ভালুকা বাসষ্ট্যান্ড এলাকায় বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলন(বাপা)ভালুকা আঞ্চলিক শাখা এ কর্মসুচী’র আয়োজন করে।
কর্মসুচীতে বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক,ব্যাবসায়ী,স্বেচ্ছাসেবী,পেশাজীবি,শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশ নেয়। মানববন্ধনে বাপা ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহিরুল আলম ঢালী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওমর হায়াত খান নঈম, প্রবীন আইনজীবি এড.আব্দুর রশিদ রতন, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ এআরএম শামছুর রহমান লিটন, সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, প্রবীন সাংবাদিক মোখলেছুর রহমান মনির, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল,সাংস্কৃতিক সংগঠক আরিফা আক্তার, বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা আক্তার মুন্নি প্রমুখ। সাংবাদিক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় সমাবেশে টেলিফোনে সংযুক্ত হন বাপা ভালুকা শাখার আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ। মানববন্ধনের পুর্বে নদী রক্ষার দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের নিকট ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে বক্তাগন নদী দুষনে চারপাশের নানা ক্ষতিকর দিক উপস্থাপন করেন। এ ছাড়াও নিয়মবর্হিভুত ভাবে শিল্পের বর্জ্য নদীতে ফেলায় পানি দুষন হয়ে এলাকার হাজার হাজার একর জমির ফসলহানীসহ নানা রোগে আক্রান্ত হওয়ার বিষয় উল্লেখ করে দ্রæত পরিত্রানের লক্ষ্যে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।