জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩২ পিএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার (১৪ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খান এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত সবুজ মিয়া জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিন কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর ২য় পুত্র।
মামলার রায়ে বলা হয়েছে, ইমান আলীর সাথে তার পুত্র সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়া স্থানীয় ইউপি নির্বাচনের সদস্য পদে অংশগ্রহনের জন্য জমি লিখে দেওয়ার চাপ প্রয়োগ করেন ইমান আলীকে।
ইমান আলী রাজি না থাকায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া তার গ্রামের দাখিলী মাদ্রাসার সামনে বাবা ইমান আলীকে ব্যাপক মারধর করে। হাসপাতালে নেওয়ার পথে গুরুত্বর আহত ইমান আলী মারা যান।
এই ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২জন স্বাক্ষীর মধ্যে ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে সবুজকে মৃত্যুদন্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন বিজ্ঞ বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি এড: নির্মল কান্তি ভদ্র বলেন- “আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানায়। ”
মামলার আসামী পক্ষের আইনজীবি মো: আশরাফুল হোসাইন সোহাগ বলেন-“আমরা এই রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করবো। ইনশাল্লাহ উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো আমরা।”