কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ এএম, ১৩ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৬:১২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। ১৭টি পদের বিপরীতে সভাপতি, দুই সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী পরিষদ এনরোলমেন্ট সম্পাদকসহ পাঁচটি পদে জয়লাভ করেছে।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুর রহমান ফারুক এ ফলাফল ঘোষণা করেন।
আইনজীবী সমিতি কুমিল্লা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৭টি পদের বিপরীতে এবার বিএনপি-জামায়াত সমর্থিত একটি ও আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেলসহ ৫৩ প্রার্থী নির্বাচনে অংশ নেন।
এক হাজার ৮৩ জন ভোটারের মধ্যে এক হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি সমর্থিত বিজয়ী আইনজীবী নেতৃবৃন্দ হলেনÑ সভাপতি পদে অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ও অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান (৩), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ্, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আল-মাহমুদ সাগর, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম মজুমদার তারেক ও রিক্রিয়েশন, কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসাইন ভূঁইয়া।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- অ্যাডভোকেট মো. এ কে এম হাছানুল হক, অ্যাডভোকেট এ এস এম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা সেলিম ও অ্যাডভোকেট সাহিদা বেগম।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী আইনজীবীরা হলেনÑ এনরোলমেন্ট অব অ্যাডভোকেটস অ্যান্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাডভোকেট নবেন্দু বিকাশ দোলন, সহকারী এনরোলমেন্ট অব অ্যাডভোকেটস অ্যান্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাডভোকেট তাহমিনা মুজাহিদ এবং সদস্য পদে নির্বাচিতরা হলেনÑ অ্যাডভোকেট মো. কামাল হোসেন (মির্জা কামাল), অ্যাডভোকেট কৌশিক সরকার ও অ্যাডভোকেট তাহমিনা বেগম।