সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ এএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা নিউ টাউন এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে নিউ টাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ইয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে সামসুল হুদা ওরফে সেলিম, মো. ইয়ানবী ও শাহিন নামের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে মহাসড়কের ডাকাত চক্র যাত্রীবাহি যানবাহনসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কে বিভিন্ন যানবাহনের ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরী ছোরা, ১টি টর্চ লাইট, ১টি লোহার তৈরী হাতুরী, ১টি কালো রংয়ের ব্যাটন লাঠি, ও ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিক, মহাসড়ক ও শাখা সড়কগুলোর বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছে।