জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১ পিএম, ৮ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন অসমতার বিশ্ব ’ এই পতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে গতরাতে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে এ কর্মসুচির সূচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা।
বক্তারা বলেন, নারী পুরুষের সম অধিকার এর জন্য আমাদের সবার মাঝে মানসিকতার পরিবর্তন করতে হবে। নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।