মদ বিক্রি করায় দোয়ারাবাজার থানার দুই এসআই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ এএম, ৮ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০৬ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের দুই এসআই মদ উদ্ধারের পর জব্দ তালিকায় না তুলে বিক্রি করে দেয়ায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেন, পুলিশের এসআই নোবেল সরকার ও অপূর্ব কুমার সাহা।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি দোয়ারাবাজার থানার বাংলাবাজারে মাদকবিরোধী অভিযান চালান এসআই নোবেল সরকার ও অপূর্ব কুমার সাহা। এ সময় বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়ার আবুল হাসেমের ছেলে মনির হোসেন ও উত্তর কলাউড়ার লাল মিয়ার ছেলে আলামিন মিয়াকে চার কার্টন ভারতীয় মদসহ গ্রেফতার করেন। পরে ১ কার্টন মদ জব্দ দেখিয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই নোবেল সরকার। বাকি তিন কার্টুন মদ তানিয়েল নামের বাংলাবাজারের এক তরুণের কাছে বিক্রি করে দেন দুই পুলিশ কর্মকর্তা।