রৌমারীতে বিনামূল্যে কৃষকদের মাঝে ‘পাওয়ার থ্রেসার’ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ৬ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৫:১৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৩২টি কৃষক দলের মাঝে বিনামূল্যে স্বল্প শ্রমিক দিয়ে ধান ও গম মারাই এর জন্য কৃষিযন্ত্র ‘পাওয়ার থ্রেসার’ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা শাহ্রিয়ার কবিরের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেনের উপস্থাপনায় উপজেলা হল রুমে কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সমিতিভুক্ত কৃষি দলের সভাপতি ও সম্পাদকের হাতে এসব কৃষিযন্ত্র তুলে দেন।
এসময় উপজেলা ভূমি কর্মকর্তা গোলাম ফেরদৌস, সদর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এলাহি শাহ্রিয়ার নাজিম ও উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি কৃষি দলের সভাপতি, সম্পাদক, কৃষকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।