বগুড়ায় জামিন জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা আমিনুলের শ্যালকসহ ১৪ আসামী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ এএম, ৪ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৪০ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
চাঁদাবাজি, মারপিট ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় জামিন জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা আমিনুলের শ্যালক দীপ্তসহ ১৪ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আসামী ও রাষ্ট্র পক্ষের শুনানী শেষে সকল আসামীর জামিন আবেদন না মঞ্জুর করেন বিচারক আসমা মাহমুদ।
গত মাসে বগুড়ায় চারমাথায় মোটর মালিক গ্রুপের নেতা ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন এবং সদর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুলের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় মোহনের ভাই মশিউল আলমের দীপনের দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে জামিন জালিয়াতীর অভিযোগ ওঠে।
উল্লেখ্য, এই মামলার প্রধান আসামী নব নির্বাচিত বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুর ইসলাম মহামান্য হাইকোর্ট থেকে ভুয়া জামিন বগুড়া সদর থানায় দাখিল করলে ভুয়া প্রামিানত হয়।। আসামী আমিনুল সহ ১৭ জন আসামী এখনও পলাতক আছেন। আসামীপক্ষে জামিন শুনানী করেন সিনিয়র অ্যাড. আব্দুল মোন্নাফ এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন সিএসআই প্রদ্যুৎ কুমার।