জামালপুরে মেয়র প্রার্থীর ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ধানেব শীষ প্রতীকের এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম, ভোটারদের ভোট প্রদানে বাধাঁ ও হুমকি দিয়ে ৪২টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের জোরপৃর্বক বের করে দেয়ার অভিযোগ এনে এ ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
আজ রবিবার দুপুর ১টায় শহরের পাচঁ রাস্তা মোড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে সংবাদ সন্মেলনে তিনি আরো বলেন,নিরপেক্ষ নির্বাচনের আশায় ভোটের মাঠে ছিলাম।
এখন মনে হচ্ছে এটি সরকারের পাতানো একটি নির্বাচন। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন পরিবেশ নেই। তাই আমি প্রহসনের এ নির্বাচন বর্জন করছি। পুনরায় তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। সংবাদ সন্মেলনে বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুর পৌর সভার মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৫৬ হাজার।