কমলগঞ্জে ড.রেজুয়ান সিদ্দিকীর সাথে সাংবাদিক ও পরিবেশবাদীদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ এএম, ২৪ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০১ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ এ দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজুয়ান সিদ্দিকীর সাথে স্থানীয় সাংবাদিক ও পরিবেশবাদী সংগঠন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন। সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ধলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, খাসিয়া উপজাতী পুঞ্জি সহ শ্রীমঙ্গল উপজেলার চা- বাগানে ভ্রমনে আসেন দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজুয়ান সিদ্দিকী সহ ওনার সহধর্মিণী।
এসময় ওনার সাথে সাক্ষাৎ করেন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মনজুর আহমদ মান্না, সহ-সভাপতি অজানা আহমদ কামরান, দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সোহেল রানা,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মইনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ মনির হোসেন, শ্রীমঙ্গল দিনকাল প্রতিনিধি রুবেল আহমদ, কমলগঞ্জ প্রতিনিধি মোঃ আহাদ মিয়া, দৈনিক আজকালের খবর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আলম আহমদ, শ্রীমঙ্গল নিসর্গ ইকো কটেজ এর উদ্যোক্তা সামসুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য বক্তি। ড.রেজুয়ান সিদ্দিকীর ভ্রমণ কালে সাথে ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি ও লাউয়াছড়া ইকো ট্যুরিষ্ট গাইড মোঃ আহাদ মিয়া। ৪ দিনের সংক্ষিপ্ত ব্যাক্তিগত ভ্রমন শেষে আগামীকাল বুধবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।