সীতাকুণ্ড এমপি পিএসের দাফট ছোট ভাইয়ের স্ত্রীকে নির্যাতন ঘরে তালা বাহিরে বসবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নজরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডর এমপির পিএস নজরুল ইসলাম আলমগীর ক্ষমতার দাফটে, নির্যাতনে এখন ঘর ছাড়া তার আপন ছোট ভাইয়ের বৌ। সীতাকুণ্ড মডেল থানায় ১৫ই ফেব্রুয়ারী এমন অভিযোগ করেছেন আকলিমা আকতার নামে এক নারী।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এসে তিনি এসব বলেন।
আকলিমা আক্তার সাংবাদিকদের কাছে বলেন, আমার উপর অমানুষিক নির্যতনের বিষয় থানায় লিখিত অভিযোগ করলে কোন প্রদেক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। আমাকে মারধর করে ঘর থেকে বাহির করে দিয়েছে। আমার স্বামী প্রবাসে বসবাস করে। বর্তমানে আমি ৩টি শিশু সন্তান নিয়ে মানবতায় জীবন যাপন করছি। আমার ঘরে আমাকে বসবাস করতে দিচ্ছেনা। ঘরের দরজায় ২টি তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে রান্না ঘরে বসবাস করছি।
ঘটনাটি ঘটে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল আলী সাওদাঘরের বাড়ি মোজাম্মেল হকের ছোট পুত্র প্রবাসী মীর শহিদুল ইসলাম এর স্ত্রী আকলিমা আক্তার সঙ্গে। গত ১৫ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার সময় পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় শাশুড়িসহ বাড়ির আশে পাশের লোক জন তাকে উদ্ধার করে, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দ্ধায়ের করেন আকলিমা আক্তার।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ভাশুর নজরুল ইসলাম আলমগীর মাতাল অবস্তায় ১৫ ফেব্রুয়ারী সাড়ে ৫টার সময় তার ঘরের কক্ষে প্রবেশ করে এবং কু প্রস্তাব দিলে তাতে রাজি না হলে পিটিয়ে গুরুতর জখম করে।
সীতাকুণ্ড মডেল থানার তদন্ত ইন্সিপেক্টার সুমন বনিক বলেন থানায় একটি অভিযোগ হয়েছে। এখনো তদন্ত করা হয়নি। তদন্ত করার পর বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এইদিকে সীতাকুণ্ড এমপি দিদারুল আলম বলেন নজরুল ইসলাম আলমগীর আমার পিএস । এইটি পারিবারিক বিষয় আমি ঘটনা তদন্ত করেছি। ঘটনার সত্যতা কিছু পাওয়া যায়নি।