‘ধর্ষণে’র ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হকার্স লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:২৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ধর্ষণের কথিত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে মামলা তুলে নিতে জোর করার অভিযোগে নুর উদ্দিন নামে হকার্স লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর উদ্দিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ইসলাম মণ্ডল (মৃত)। মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
পুলিশ জানায়, চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি সাভারের ওয়াপদা রোড এলাকার ইতালি ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমকে আটক করে পুলিশ।
আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে আর্থিক প্রলোভন দেন। সাড়া না পেয়ে ভিন্ন কৌশল নেন তিনি। তার পক্ষে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিলেন সেলিমের সহযোগী ব্যবসায়ী ও হকার্স লীগ নেতা নুর উদ্দিন।
মামলা তুলে না নেওয়া হলে ধর্ষণের কথিত ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। নিরুপায় হয়ে পরিবারটি সাভার মডেল থানায় মামলা করে। পুলিশ মামলা গ্রহণের পর নুর উদ্দিনকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন জানান, চাকরি দেওয়ার নামে অসহায় এক তরুণীকে ধর্ষণের পর গ্রেপ্তার এড়াতে প্রভাবশালীদের আশ্রয় নিয়েছিলেন সাভার ওয়াপদারোড এলাকার ইতালি ফেরত সাদিকুর রহমান সেলিম।
সুবিধা করতে না পেরে শেষমেশ তার সহযোগী নুর উদ্দিনকে দিয়ে ধর্ষণের চিত্র ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখাতে থাকেন ওই পরিবারটিকে। কল রেকর্ড এবং বিভিন্ন প্রমাণাদি হাতে আসার পর মামলা দায়ের করা হয় এবং ব্যবসায়ী নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।