সড়কে নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৮ এএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৪০ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন, চট্টগ্রামে গাড়ির ধাক্কায় এক যুবক, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে একজন, লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রলির চাপায় এক শিশু, মাদারীপুরের কালকিনিতে ট্রলির চাপায় মুক্তিযোদ্ধা, নওগাঁর মহাদেবপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র, ঢাকার আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী ও টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত হয়েছে। এছাড়া বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত হয়েছেন।
দিনাজপুর : দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দিনাজপুরের বীরগঞ্জে কার্ভাডভ্যান ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভোগনগর ইউনিয়নের পাচপীর নামক স্থানে গতকাল মঙ্গলবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম জানা যায়নি। অন্যদিকে পার্বতীপুর উপজেলা শহরের নওদাপাড়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্র ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি ডাঙ্গাপাড়া অটোমিলের পাশে নওদাপাড়া সড়কে চতুর্থ শ্রেণির ছাত্র ইব্রাহিম (১০) তার বাবার কিনে দেয়া নতুন বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। নিহত ইব্রাহিম পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামের সদরঘাটে গাড়ির ধাক্কায় মো. তুহিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় কদমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন চাঁদপুরের রাজা রামপুর গ্রামের বেলালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন। তিনি বলেন, ভোরে কদমতলী মোড় এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তুহিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রা সংঘর্ষে নিহত একজন, আহত হয়েছেন আরো ২ জন। আজ বুধবার সকাল ১০টায় খাগড়াছিড়-মাটিরাঙ্গা আঞ্চলিক মহাসড়কে আনসার ক্যাম্প সংলগ্ন নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ব্যক্তি হলেন খাগড়াছড়ির জিরো মাইল এলাকার ৩নং গোলাবাড়ি ইউনিয়নের মৃত দেবেন্দ্র লাল ত্রিপরার ছেলে কম্পিত লাল ত্রিপুরা (৬৫)। মহিলা আহত ব্যক্তি আলুটিলা পুনর্বাসন এলাকায় বাসিন্দা ত্রিবেনী ত্রিপুরা (৪২)। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা নতুনপাড়া এলাকায় আনসার ক্যাম্পের সামনে মাহিন্দ্রাটি একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে পড়ে এতে মাহিন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং রাস্তার পাশে থাকা পিলারের সাথে সংঘর্ষ হয়। এতে একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান ও একজন নারী গুরুতর আহত হন। জানা যায়, মাহিন্দ্রতে থাকা সকলেই আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশী। একটি বিয়ের অনুষ্ঠানে বাইল্যাছড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। মাহিন্দ্রা চালকদের এমন লাইসেন্সবিহীন বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, অতি শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযানে নামবে মাটিরাঙ্গা থানাপুলিশ।
রামগঞ্জ : রামগঞ্জে ট্রলির চাপায় মারা গেছে তিশা নামের ৩ বছরের এক কন্যাশিশু। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নে হানুবাইশ অলি বাড়ি সামনের সড়কে। ঘাতক চালক ট্রলি রেখে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, উপজেলার হানুবাইশ গ্রামে অলি বাড়ির হতদরিদ্র শ্রমিক মো. রাশেদের শিশুকন্যা তিশা বাড়ির ঘরের সামনের সড়কে খেলা করছিল। এ সময় পিছন থেকে একটি ট্রলি শিশুটিকে ছাপা দেয়। ট্রলির চাপায় শিশুটির মাথার মগজ বেরিয়ে যায়। তিশার বাবা ও মায়ের চিৎকারে লোকজন এগিয়ে এলে ট্রলি রেখে ঘাতক চালক পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ট্রলির চাপা নিহত শিশু তিশার পরিবার খুবই গরিব। আমি ঘটনাস্থলে গিয়েছি। ট্রলির চালক ও মালিককে খবর দেয়া হয়েছে। ঘাতক ট্রলির মালিক স্থানীয় যুবলীগ নেতা রিপন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি ক্রয় করে ট্রলি দিয়ে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করে আসছেন। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে অবৈধ ট্রলির চাপায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বারেক মুন্সির (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী অবৈধ ট্রলিটি আটক করেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম বারেক মুন্সি পূয়ালী মাদারীপুর গ্রামের মৃত মুন্সি রফিজ উদ্দিন আহম্মেদের ছেলে। অবৈধ ট্রলিচালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে মটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সনমুন্দি নামক স্থানে এলে অপরদিক থেকে চালিয়ে আসা ট্রলি মটর সাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম বারেক মুন্সি মারা যান এবং ট্রলিচালক ট্রলি ফেলে পালিয়ে যায়। এখন পর্যন্ত ট্রলিচালক ও মালিকের সন্ধান ও নাম- ঠিকানা পাওয়া যায়নি। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এবং কর্মজীবনে তিনি ঐহিত্যবাহী গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে কালকিনি উপজেলা আ’লীগ ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা শোক প্রকাশ করেন। সুশীল সমাজের একাধিক ব্যক্তি প্রশাসনের প্রতি আহবান করে বলেন, আমরা আর কালকিনির সড়কে চলা এ ধরনের অবৈধ ট্রলি, নসিমন, করিমনের কারণে কোনো মুত্যু দেখতে চাই না। প্রায়ই সড়কে দেখি রেি স্ট্রেশনকৃত গাড়ি আটক করতে কিন্তু এসব অবৈধ গাড়ি উপজেলার বিভিন্ন সড়কে অহরহ চলে তাতো আটক হয় না। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে সংরক্ষিত আসনের নারী সংসদ তাহমিনা বেগম ও পৌরসভা নির্বাচনের আ’লীগের নৌকা প্রতীকের মনোনায়নপ্রাপ্ত এস এম হানিফ নিহতের বাড়ি গিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। কালকিনি থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, আমরা লাশ উদ্ধার করেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।
নওগাঁ : মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার শ্যামপুর এলাকায় মহাদেবপুর টু নওগাঁ আন্তঃজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন নওগাঁ পৌরসভার চকমুক্তার এলাকার আইয়ুব আলীর পুত্র ও নওগাঁ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলা সদর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে যাচ্ছিলেন পলাশ। এ সময় মহাদেবপুরগামী একটি ট্রাক মহাদেবপুর টু নওগাঁ মহাসড়কের শ্যামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পলাশ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে মহাদেবপুর থানাপুলিশ ঘটনাস্থল থেকে পলাশের লাশটি উদ্ধার করে। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা : ঢাকার আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় আজাহার শাওন (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শাওন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) এর বি.বি.এ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানীর উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর বন্ধু সঞ্জয় জানান, আজাহার শাউন আশুলিয়ার একটি কারখানায় চলতি মাসের ১ তারিখে শিক্ষানবিস হিসেবে কাজ শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে রাজধানীর উত্তরায় বাসায় মোটরসাইকেলযোগে ফিরছিলেন তিনি। এ সময় আশুলিয়ায় ব্রিজের কাছে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। শাওনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত ট্রাকের চালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ধানের তুষ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। আহত হন ৪ জন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরানোর পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের একদিন পর আদমদীঘি স্টেশনের পাশে ওমর আলী (২৮) নামের এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হন। গতকার বুধবার ওই যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত ওমর আলী উপজেলার কুসুম্বী গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি উপজেলার কুসুম্বী বাজারে মুঠোফোনের ব্যবসা করতেন। গতকাল বুধবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে আদমদীঘি স্টেশন সূত্রে জানা গেছে। আদমদীঘি রেলওয়ে স্টেশন মাস্টার মনোয়ারুল ইসলাম জানান, বুধবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার পর রেল সেতুর পাশে ওই যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে জানতে পারি। সকালে স্থানীয়রা লাশ শনাক্ত করেন। নিহতের বাবা জামাল হোসেন জানান, তার ছেলে ওমর আলী গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে মুঠোফোন চার্জে লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সারা রাত বাড়ি না ফেরায় উৎকন্ঠায় ছিলেন পরিবারের লোকজন। সকালে গ্রামের লোকজন জানায়, ট্রেনের ধাক্কায় ওমর আলী মারা গেছেন। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।