কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ এএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:০৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সরকারের পদত্যাগ এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উওম খেতাব বাতিলের ঘোষনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
আজ বুধবার দুপুরে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম পোষ্টঅফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পদক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি সদস্য শাহিন শেখ রন্জু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অপরদিকে কুড়িগ্রাম দাদামোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশী বাঁধার মুখে পড়ে নেতাকর্মীরা। পরে কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারন সম্পাদক ইদ্রিস আলী, সহ সাধারন সম্পাদক,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ, হেদায়েত হোসেন এলিচ, ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুগ্ম সম্পাদক রফিক রানা, ,জেলা যুবদল সভাপতি রায়হান কবির, া,সাংগঠনিকসম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা স্বেচ্ছাসেবকদলের াসাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ,আজিজুল হক ,কাজল আহমেদ,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,যুগ্ম সাধারন সম্পাদক সারোয়ার আহমেদ শাওন,সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান সহ জেলা বিএনপি,ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এ সময় বক্তারা বলেন ,দেশ আজ মাফিয়া ডন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ৫০ বছর আগে জিয়াউর রহমানকে যে বীরউত্তম খেতাব দেয়া হয়েছে তা বাতিলের ঘোষণার মাধ্যমে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলন্ঠিত করতে চায় আর মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে চায়।সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করার আহবান জানান বক্তারা।