এগারোসিন্দুর প্রভাতী'র ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১০ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচর ও বাজিতপুর রেলওয়ে স্টেশনে'র মধ্যবর্তী মাইলবাদশা নামক স্থানে এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পাড়ায় ভৈরব-ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটিকে টেনে কুলিয়ারচর স্টেশনে এনে ইঞ্জিনের ত্রুটি মেরামতের দীর্ঘ ৩ ঘন্টা পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার সকালে ভৈরব-ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচর থেকে এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি বাজিতপুর স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
কুলিয়ারচর রেল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি কুলিয়ারচর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর কুলিয়ারচর-বাজিতপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি মাইলবাদশা নামক স্থানে ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ–সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে সকাল ১০ টা থেকে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ফলে কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।