সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৯:২২ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিনাটিলা বিওপির সীমান্ত পিলার ১২৮/৭ এর সীমানা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত কিশোর মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ১২৮/৭ মিনাটিলা এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোঁড়া গুলিতে আহত হন মারুফ। পরে তার সাথে থাকা অন্যরা তাকে বাংলাদেশে নিয়ে আসে এবং আহতের পরিবার তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ভারতীয় ০৪ বিএসএফের কমান্ড্যান্টের সাথে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়।