রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:৩৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ১ হাজার বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, নিহত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ সি ব্লকের মৃত সুলেমানের ছেলে আবুল খায়ের (৬০) এর পরিচয় পাওয়া গেলেও নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।