রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার’র দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৯:২৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বুধবার রাত সাড়ে ৮টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদল নেতা ও সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। তাঁর জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর হেতম খাঁ মোড়ে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে হেতম খাঁ কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগয়ি সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু বকর, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়লিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউর আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।
এছাড়াও মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,সদস্য সচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।