মানিকগঞ্জে বিজয় দিবস উৎযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ১২:৪৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিশাল বিজয় র্যালি নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম প্রহরেই ছাত্রদল স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানান।
আজকের বিজয় দিবস নিয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ বলেন, আজকের বিজয় দিবসের তাৎপর্য অনেক বেশি। স্বৈরাচারমুক্ত দেশে বিজয় দিবসে সবাই অনেক বেশি আনন্দিত। গত দেড় দশকে আমাদের স্বৈরাচার হাসিনা বিজয় দিবস যথাযথ ভাবে উৎযাপন করতে দেয় নাই। আজকের এই দিনে আপমর সকলের অংশগ্রহণ দেখে আমরা অনেক খুশি।
এরপর জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, খেলাধুলাসহ নানা আয়োজন।