ফারুকীর অপসারণ ও উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:১৮ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
আঞ্চলিক বৈষম্য নিরসনের লক্ষ্যে উত্তরবঙ্গ থেকে ৪ জন উপদেষ্টা নিযুক্ত এবং স্বৈরাচার ফ্যাসিবাদীর কট্টর সমর্থক মোস্তফা সরয়ার ফারুকীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ সাধারণ ছাত্র-জনতা গাইবান্ধা জেলার আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধায় পলাশবাড়ী পৌরশহরের জিরো পয়েন্ট চৌমাথা মোড় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ স্থানীয় সর্বস্তরের জনতার অংশগ্রহণে আ’লীগ এবং ফারুকীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানসহ একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে মিলিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পলাশবাড়ীর সমন্বয়ক মাসুদ রানা শেখ-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুদ রানা, মেহেদী, জিম, কাফি, সুমন ও ফাহিম।
বৈষম্যের শিকার উত্তরবঙ্গ সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে ৭২ ঘন্টার মধ্যে দাবী মানা না হলে পলাশবাড়ী ব্লকেটের হুমকি দেন বক্তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধা জেলা সদর এবং পলাশবাড়ী উপজেলা এলাকার অন্যতম ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনকাল/এসএস