খেতাব কেড়ে নিয়ে এদেশের জনগণের হৃদয় থেকে জিয়া রহমানের নাম মুছে ফেলা যাবে না-মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৩২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে এদেশের জনগণের হৃদয় থেকে জিয়া রহমানের নাম মুছে ফেলা যাবে না। যারা ভারতে পালিয়ে গিয়ে বিশাল মুক্তিযোদ্ধা হয়ে গেছেন এদেশের মানুষ তাদের কে চিনে। তিনি বলেন জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ না করলে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়তো না। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি, তিনি মাঠে ময়দানে যুদ্ধ করেছেন জনগণকে নিয়ে। বোয়ালখালি এবং কালুঘাটের মানুষ এখনো সাক্ষী আছে জিয়াউর রহমানের সেদিন যে মহৎ কাজ করেছিল।
আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের জিয়াউর রহমানের নাম থেকে বীর উত্তম খেতাব বাদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, সরকার একের পর এক তাদের ব্যর্থতাকে ধামাচাপা দিতে একের পর এক তালবাহানা তৈয়ার করে। জিয়াউর রহমানের নাম জনগণের হৃদয়ে আছে এবং তা থাকবে সারা জীবন।
জেলা বিএনপির সিনিয়র সদস্য এমএ হালিমের সভাপতিত্বে অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন,নূর মোহাম্মদ, আবু তাহের, সেলিম চেয়ারম্যান, আবু হাসনাত,অধ্যাপক কুতুবউদ্দিন বাহার,মোঃ জাকির হোসেন, সালাউদ্দিন চেয়ারম্যান, শহিদুল ইসলাম চৌধুরী, শওকত আলী নূর, রিপন তালুকদার, ফকির আহমেদ, অধ্যাপক শহীদুল্লাহ বাবুল, ডাক্তার রফিকুল আলম, আবু জাফর চৌধুরী, জয়নাল আবদীন দুলাল, জামশেদ, আসমত আলী বাহাদুর অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, সৈয়দ নাসির উদ্দিন, মুরাদ চৌধুরী,শফিউল আজম, জুয়েল,জনি,তকি,মোহা.কবির,লিয়াকত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।