রমেক হাসপাতালের পরিচালক হিসেবে সেনা কর্মকর্তাকে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৭:৪৪ পিএম, ২৯ নভেম্বর,শুক্রবার,২০২৪
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পরিচালক হিসেবে সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রমেক হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সেনা কর্মকর্তা নিয়োগ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাঙিক্ষত সেবা মিলবে বলে মনে করছে সচেতন মহল।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুর বিভাগের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অন্যতম কেন্দ্রস্থল এই হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সিন্ডিকেট এবং দালালের দৌরাত্মে রোগীরা কাঙিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। রংপুরবাসীর দাবি ছিল এখানে যেন সেনাবাহিনী থেকে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ পরিচালক নিয়োগ দিয়ে হাসপাতালের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। মানুষ যেন কোনো রকম ভোগান্তি ছাড়া সরকারি হাসপাতাল থেকে সেবা পাওয়ায় নিশ্চয়তা নিয়ে আসতে পারে, এটা নিশ্চিত করতে পারলে সেনা কর্মকর্তা নিয়োগের সুফল মিলবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও কর্মচারী জানান, সেনা কর্মকর্তা নিয়োগ হওয়ায় আমরা খুশি। সত্যিকার অর্থে হাসপাতালের সেবার মান বাড়ানোসহ সুনাম ফিরে আনতে এটি একটি বড় সুযোগ। আমরা মনে করি, নতুন পরিচালককে সবার সহযোগিতা করা উচিত। যাতে করে হাসপাতালে আসা রোগীরা সঠিক চিকিৎসাসেবা পায়। যাদের কারণে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়ে আসছে এবং বারবার যেসব সিন্ডিকেট চক্রের নাম শোনা যায়, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। কিছু কঠোর পদক্ষেপ আর তদারকি বাড়ানো হলে সেবার মানের সঙ্গে সুন্দর পরিবেশ ফিরবে বলে মনে করেন তারা।
উল্লেখ্য, উত্তরের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার বিপরীতে এ হাসপাতালে সার্বক্ষণিক দুই হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেয়। হাসপাতালে দালালের দৌরাত্মের কারণে পদে পদে টাকা গুনতে হয় রোগীদের। বিগত সময়ে হাসপাতালের নানা অব্যবস্থাপনা-দুর্নীতি ও সঠিক তদারকির অভাবে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল প্রশাসন।
দিনকাল/এমএইচআর