নতুন কমিটি গঠন
ভান্ডারিয়ায় কৃষকদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৫:৪১ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষক দলের নতুন কমিটি উপলক্ষে গতকাল (৩ নভেম্বর) বিকাল ৪ টায় একটি আনন্দ মিছিল করা হয়েছে। আনন্দ মিছিলটি ভান্ডারিয়া কলেমা চত্বর থেকে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ভান্ডারিয়া ঐতিহাসিক কালেমা চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ করা হয়।
সভায় কৃষক দলের নতুন কমিটির সভাপতি মোঃ হাজী রহমান মল্লিকের সভাপতিত্ব বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক এইচএম মনির মল্লিক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে দলকে শক্তিশালী সুশৃংখল এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নীতি নির্ধারণ দেবেন সেগুলো উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সকলের মেনে চলার আহ্বান করে সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
দিনকাল/এমএইচআর