অধ্যক্ষের অপসারণ দাবিতে রংপুর মেডিকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ৩ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:২৫ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
অধ্যক্ষের অপসারণ দাবিতে রংপুর মেডিকেল কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
রংপুর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে ‘বৈষম্যবিরোধী’ ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। তারা একই সঙ্গে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা দিয়েছে।
আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল।
এর আগে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, যদি এখনো শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন গ্রাহ্য না করে এবং অনাকাঙ্খিত অর্ডারটি বাতিল করা না হয়, তবে কঠোর কর্মসূচি পালন করা হবে। অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিকেল কলেজে আগামী মঙ্গলবার থেকে ২ ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। এছাড়াও আগামী বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে। এই সময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলকারী চিকিৎসক ও শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।এই দায়িত্বে থেকে তিনি ছাত্রলীগকে সঙ্গে নিয়ে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-নিপীড়ন করেছেন। একই সঙ্গে আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন।
গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান ডা. মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। একই দিন অধ্যক্ষের কক্ষে তালা ঝুলে দেওয়া হয়। তবে নবনিযুক্ত অধ্যক্ষ এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি বলে জানা গেছে।