কেরু’র আখচাষী সভায় এমডি রাব্বিক হাসান এফসিএমএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২৬ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:৩০ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
কেরু এ্যান্ড কোম্পানি ( বাংলাদেশ)লিঃ এর ২০২৪-২৫ আখরোপণ/মাড়াই মৌসুমে আখরোপণ লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় মিলসগেট পূর্ব সাবজোনের ২নং ইউনিটের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভায় আখচাষী আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং (বাংলাদেশ) লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুমন কুমার সাহা মহাব্যবস্থাপক (কারখানা), মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, সদর দপ্তরের ব্যবস্থাপক (মিলস ফার্ম)ও টাস্কফোর্স সদস্য মাহমুদ গোলাম মোস্তফা পলাশ এবং ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ আখ ফসলকে পোকামাকড় মুক্ত করার পাশাপাশি অধিক ফলন ও অধিক চিনি আহরণের লক্ষ্যে আখের ডিট্রাসিং করতে উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন।
মহাব্যবস্থাপক (কৃষি) আখরোপণে বিশেষ করে আঁশপোকা মুক্ত করতে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।
সভায় কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ উপস্থিত চাষিদের মিল রক্ষার্থে তথা নিজের প্রতিষ্ঠান কেরু এ্যাণ্ড কোম্পানিকে বাঁচাতে বেশি বেশি আখরোপণ করার জন্য অনুরোধ করেন।
দিনকাল/এমএইচআর