সুবর্ণজয়ন্তী উদযাপনে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগীয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ এএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:৪৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিটিগুলো আগামী ২৬ মার্চ ২০২১ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং বিভাগভিত্তিক ইউনিয়ন, উপজেলা ও জেলা/মহানগর পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন করে সর্বশেষ ঢাকায় জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নেবে।
আজ মঙ্গলবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্যসচিব কবি আব্দুল হাই শিকদার নিম্নোক্ত বিভাগীয় কমিটি অনুমোদন করেছেন।
ঢাকা বিভাগ : আহবায়ক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সদস্যসচিব হাবিবা চৌধুরী বীথি, ১ম সদস্য রাশেদা ওয়াহিদ মুক্তা, ২য় সদস্য শাহনাজ পারভিন লিপি।
চট্টগ্রাম বিভাগ : আহবায়ক বেলাল আহমেদ,
সদস্যসচিব ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, ১ম সদস্য জেলী চৌধুরী।
রাজশাহী বিভাগ : আহবায়ক সেলিম রেজা হাবিব, সদস্যসচিব এ কে এম মতিউর রহমান মন্টু।
রংপুর বিভাগ : আহবায়ক অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্যসচিব আশরাফুল ইসলাম মনু।
বরিশাল বিভাগ : আহবায়ক অধ্যক্ষ বাহা উদ্দিন বাহার, সদস্যসচিব আশিফ আলতাফ।
খুলনা বিভাগ : আহবায়ক ফরিদা ইয়াসমিন,
সদস্যসচিব খান রবিউল ইসলাম রবি।
ময়মনসিংহ বিভাগ : আহবায়ক আব্দুল বারি ড্যানী, সদস্যসচিব খালেদ সাইফুল্লাহ সোহেল।
সিলেট বিভাগ : আহবায়ক আলহাজ জি কে গউস, সদস্যসচিব সামিয়া চৌধুরী।
কুমিল্লা বিভাগ : আহবায়ক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সদস্যসচিব কাজী রফিকুল ইসলাম।
ফরিদপুর বিভাগ : আহবায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, সদস্যসচিব শাহজাহান মিয়া সম্রাট।