উত্তরণ এর সহযোগিতায় তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ এএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:১২ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। ভায়ড়া গ্রামের ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার সকালে ভায়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক মোঃ আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম এবং তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক মোমরেজ হোসেন, উত্তরণ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, তীর্থ কুমার দে, জিএম মোজাহিদ হোসেন, মুন্না রহমান, জাহিরুল ইসলাম, বিপ্লব হোসেনসহ উপকারভোগিরা। আপদকালীন সময় উক্ত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।