পাঁচবিবিতে বিজিবি কর্তৃক ৭০ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ পিএম, ৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৩২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিন বাগজানার আটাপড়া বিওপির সুবেদার সৈয়দ মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে রাত্রী কালীন বিজিবির টহল দল পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর মাঠে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস আমদানী নিষিদ্ধ ভারতীয় ডেকাসন ট্যাবলেট ও ৪২ হাজার পিস আমদানী নিষিদ্ধ ভাতীয় পেরোপটিন ট্যাবলেট উদ্ধার করে।
আটাপাড়া বিওপির সুবেদার জানান বিজিবি সদস্যরা চোরাকার বারীদের ধাওয়া করলে তারা মালামাল গুলো ফেলে পালিয়ে যায় পরে উদ্ধার করে বিওপিতে নিয়ে আসা হয়। আটক সর্বমোট ঔষধ(ট্যাবলেট) এর পরিমান ৭০ হাজার পিস, যার আনুমানিক মুল্য ২১ হাজার টাকা বলে বিওপি সুত্রে জানা যায়।