বিএসএফ’র গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ৬ অক্টোবর,রবিবার,২০২৪ | আপডেট: ১০:৫১ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।
আজ রবিবার (০৬ অক্টোবর, ২০২৪) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সাথে দেখা করেন তারা। এসময় তার পরিবারের খোঁজ-খবর নেন প্রতিনিধি দলটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা আলমগীর কবীর ও আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।
মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, সিদ্দিক আহমদ, সায়ফুর রহমান, কুদ্দুস আহমদ, কামাল হোসেন, এনাম উদ্দিন, গুলজার আহমদ রাহেল, হোসেন আহমদ দোলন, জালাল উদ্দিনসহ মৌলভীবাজার জেলা, বড়লেখা উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
দিনকাল/এসএস