বেগম খালেদা জিয়ার তৃতীয় কারা দিবস উপলক্ষে প্রতিবাদে পাবনায় আইনজীবী ফোরামের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ পিএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১১:৫৪ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে পাবনায় কালো পতাকা দিবস পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখা।
আজ সোমবার দুপুরে জেলা বারের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এড. আরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মাসুদ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান।
ফোরামের জেলা সভাপতি এড. আরশেদ আলম বলেন, ফরমায়েশি রায়ের মাধ্যমে আজকে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে তা এদেশের রাজনৈতিক অঙ্গনে কলংকজনক অধ্যায় হয়ে থাকবে। দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও একজন সফল রাষ্ট্রপতির স্ত্রীর প্রতি সরকারের এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই কাম্য নয়। আজ আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ করে দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের যে অত্যাচার করা হচ্ছে তা অতন্ত দু:খজনক। দেশের মানুষ এই তাবেদার সরকারের হাত থেকে মুক্তি চায়। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা জীবনবাজি রেখে সংগ্রাম করে যাবে। আওয়ামীলীগের পতন ঘন্টা বেজে যাবে কারন দেশের মানুষ এই জালেম সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়।
সমাবেশে আরো বক্তব্য দেন সর্ব আইনজীবী মির্জা আজিজুর রহমান, শাহজাহান আলী, আইনুল হক, শফিকুর রহমান,আব্দুল হালিম, রফিকুল ইসলাম,সাইফুল ইসলাম সিদ্দিক, রাজিউল্লাহ রনজু, এনামুল হক, রেজাউল করিম ছালাম, মজিবুর রহমান, শহিদুর রহমান, ফোরকান আলী, আবুল হাসেম, নীলা খাতুন, মনিরুজ্জামান মিজান প্রমূখ। বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার নি:শর্ত স্থায়ী মুক্তি না হওয়া অবধি আইনজীবী ফোরামের এই আন্দোলন চলতেই থাকবে।