নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:১৮ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
দ্রুততম সময়ের মধ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১টায় বৃষ্টির মাঝেও হাবিপ্রবি'র ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হয়েছে। এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় ও বেশ পুরোনো এবং আমাদের শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন। অনেক অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসরও রয়েছেন। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে। আমরা সেসময় আমাদের সমস্যা ও দাবি দাওয়াগুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ সৎ, দক্ষ ও গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ দক্ষ নিরপেক্ষ গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।
মানববন্ধনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল ও যৌবনকাল অতিক্রম করে পৌড়ত্বের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে দিনে শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছেন। তাই আমরা মনে করি আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আরও আগেই অর্জন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ দিকগুলো আমাদের শিক্ষকরাই ভালো বুঝবেন, যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক। এর আগে একই দাবীতে একবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর থেকে সফলভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন হাবিপ্রবি'র কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ এল তাজ।
দিনকাল/এসএস