নাঙ্গলকোটে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ২৬ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১২:৩০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রবীণ ইংরেজি শিক্ষক দিদারুল আলমের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করে।
এসময় হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ-সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে এসে একত্রিত হন।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুল শিক্ষক দিদারুল আলমের উপর হামলার নেতৃত্বে থাকা স্কুল পরিচালনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলম-সহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
একই দিন বিকেলে হামলায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষর্থীরা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক ভাবে নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণী কক্ষে প্রবেশ করে অভিযুক্তরা শিক্ষক দিদারুল আলমকে মারধর করে আহত করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢালুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ওয়ালী উল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান মজুমদার, মাসুদুর রহমান, স্কুল শিক্ষার্থী আরাফাত হোসেন অপু, প্রাক্তন শিক্ষার্থী তারেক ওবায়েদ উল্লাহ শিপাত, হাছান মাহমুদ রুবেল, হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ শিক্ষার্থী রাশেদুজ্জামান, ফাতেমা আক্তার প্রমূখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা আমাকে বিষয়টি অবহিত করেছে। এব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনকাল/এসএস