

তালায় শৈশবের স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য উপহার পাঠালেন ডিএমপির ডিসি শ্যামল মুখার্জী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ এএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০১:২৪ পিএম, ২ জুলাই,শনিবার,২০২২

সাতক্ষীরা তালায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা পরবর্তী সময়ে শিশুদের শিক্ষায় মনোযোগী করে তোলার লক্ষ্যে শৈশবের স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ উপহার পাঠালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত দিলীপ মুখার্জীর ছেলে।
আজ শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর মাধ্যমে তার পাঠানো উপহারসমূহ তারই স্মৃতি বিজড়িত বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবনাথ শংকর কুমারের কাছে হস্তান্তর করা হয়েছে। যা সুবিধাজনক সময়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
উপহারসমূহ হস্তান্তরকালে প্রধান শিক্ষক দেবনাথ শংকর কুমার বলেন, শ্যামল মুখার্জি এই বিদ্যালয়ের গর্ব। দীর্ঘ ৩৫ বছর আগে তিনি এই বিদ্যালয়ে লেখাপড়া করেও ভুলে যাননি শৈশবের কথা। অনুজদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা উপহার। খাতা কলম স্কেল রাবার পেয়ে নতুন উদ্যমে শিক্ষার্থীরা লেখাপড়া করবে। এসময় তিনি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুকেও ধন্যবাদ জানান।