না’গঞ্জে লীগ নেত্রী মেয়র আইভী ও তার পরিবার থেকে জিউস পুকুর রক্ষার দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ এএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫০ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আ’লীগ নেত্রী ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবার থেকে শহরের দেওভোগ এলাকায় জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে জিউস পুকুর সন্নিকটে নারায়ণগঞ্জ জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেয়। ফেস্টুনে লেখা ছিল জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। এদিকে সমাবেশের আয়োজক ও বক্তা সবই প্রভাবশালী এমপি শামীম ওসমান পন্থি নেতা ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক বলেছেন, জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। এটা ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি। এবং রেকর্ডেও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি হিসেবে চিহ্নিত আছে। সেই সম্পত্তির যেই দলিলই করা হোক না কেন এটা অবৈধ ও ভুয়া দলিল। কাজেই এর বিরুদ্ধে আজকে যারা আন্দোলন করছেন এটা ন্যয় সংঘত আন্দোলন। এবং আন্দোলনের তীব্রতা ও সংঘবদ্ধ হওয়ার কারণে বিভিন্ন সংগঠন আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, নাসিক মেয়র আইভী দেবোত্তর সম্পত্তিটি ফিরিয়ে না দিয়ে উল্টো বলছেন এটা তার পারিবারিক সম্পত্তি। যা অত্যন্ত দু:খজনক। এবং নিন্দীয়।
তিনি আরও বলেন, এখানে কাউন্সিলররাও বলেছেন জিউস পুকুর পরিস্কার-পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু আপনি করতে দিচ্ছেন না বা করছেন না। কাউন্সিলর দায়িত্ব নিয়ে বলেছেন যেহেতু এটা পরিস্কার পরিচ্ছন্ন করা তার দায়িত্ব তিনি এটা করবেন। কাজেই আমরা মনে করি এখানে অবৈধভাবে যারা আছেন তারা যদি আইনের শাসনে বিশ্বাসী হয় তাহলে অবৈধ দখল ছেড়ে দিবেন।
তিনি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি এটা উদ্ধার হবে, যদিও আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। রায় হবে, এবং রায় কার্যকরও হবে। অবৈধ দখলদার যারা আছেন তাদেরকেও এখান সরে যেতে হবে। এবং এটা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।
অন্যান্য বক্তারা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা বা মসজিদের জায়গা দখল করা যেমন র্দুবৃত্তের কাজ, তেমনি মন্দিরের সম্পত্তি দখল করাও র্দুবৃত্তদেরই কাজ।
বক্তারা বলেন, ‘ভোটের সময় মেয়র আইভী হিন্দু সম্প্রদায়ের কাছের মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে মন্দিরে মন্দিরে গিয়ে ‘করজোরে নমস্কার’ করেন, অথচ তার পরিবারই এই মন্দিরের তথা দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। ইতিপূর্বে এই পুকুর ভরাটেরও চেষ্টা করা হয়েছে কিন্তু নারায়ণগঞ্জের আপাময় মানুষের বাধার মুখে সেটি সম্ভব হয়নি। উপায়ন্ত না পেয়ে মন্দিরের পক্ষে আদালতে মামলা দায়ের করা হলেও মামলার বাদীসহ সংশ্লিষ্টদের মেয়র সেলিনা হায়াত আইভী নিজে ডেকে নিয়ে এবং লোক মারফত ক্রমাগত হুমকি দিচ্ছেন।
বক্তারা মেয়র আইভীকে উদ্দেশ্য করে আরও বলেন, প্রচলিত আইনে দেবোত্তোর সম্পত্তি যেখানে হস্তান্তর বা বিক্রি করা নিষিদ্ধ, সেখানে জাল দলিল করে দেবোত্তর সম্পত্তি দখল করার অপচেষ্টা করছেন মেয়র আইভী ও তার পরিবার। আমরা এই আগ্রাসন থেকে রক্ষার জন্য আদালতের স্বরণাপন্ন হয়েও হুমকি ধমকির শিকার হচ্ছি।
আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, সংবিধানই আমাদের অধিকার দিয়েছে নিজের স্বার্থ রক্ষার। তাই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রধান বক্তা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী নির্মল চ্যার্টাজী বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলার সভাপতি চন্দন শীল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, নাসিক কাউন্সিলর শফি উদ্দিন প্রধান প্রমুখ। উল্লেখ্য, সমাবেশের আয়োজক ও বক্তা সবই প্রভাবশালী এমপি শামীম ওসমান পন্থি নেতা।